সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, তত্ত্বাবধায়ক সরকার নয়: পররাষ্ট্রমন্ত্রী

১৪ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৬ এএম


সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, তত্ত্বাবধায়ক সরকার নয়: পররাষ্ট্রমন্ত্রী

টাইমস ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার বিকালে সিলেটে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, তারা কোনো তত্বাবধায়ক সরকার চায় না, তারা দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি৷ যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি বলেছে।

এর আগে শুক্রবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে সিলেট জেলা প্রসাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও স্বচ্ছ হবে। সরকার চাচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। এজন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে। সব দল, তাদের সমর্থক ও ভোটারদের আন্তরিকতা থাকলে সুন্দর ভোট হবে।

তিনি আরও বলেন, বিএনপির সময় ফেইক ভোট ছিল ১ কোটি ২৩ লাখ। ভুয়া ভোট বন্ধ করতে ছবি সম্বলিত আইডি কার্ড ও স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছে। এখন আর ভুয়া ভোটের কোনো সুযোগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের উপর দেশের জনগণের আস্থা আছে। জনগণ ভোট দিলে দল ক্ষমতায় থাকবে, নইলে অপজিশনে থাকবে। কিন্তু দেশের জনগণ ১৪ বছরের সাফল্যের পথ ধরে আওয়ামী লীগের ওপর আস্থা রাখবে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও