স্কুল ছাত্রী রিশা হত্যাকান্ড: ঘাতক ওবায়দুলের মৃত্যুদণ্ড
১০ অক্টোবর ২০১৯, ০৬:১৭ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৪) ছুরিকাঘাতে হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদলত। মৃত্যুদণ্ডের পাশাপাশি ওবায়দুলকে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে ওবায়দুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে ৬ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কারাগার থেকে মামলার একমাত্র আসামি ওবায়দুলকে আদালতে উপস্থিত করেনি পুলিশ। এজন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায় ঘোষণার জন্য আজ (১০ অক্টোবর) দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে রিশা ও তার মা তানিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটে বৈশাখী টেইলার্সে কাপড় সেলাই করাতে যান। এ সময় তার মা ওই দোকানের রসিদের রিসিভ কপিতে ফোন নম্বর দিয়ে আসেন। ওই টেইলার্সের কর্মচারী ওবায়দুল রিসিভ কপি থেকে ফোন নম্বর নিয়ে রিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। রিশার মা এ বিষয়ে ওবায়দুলকে সতর্ক করেন।
২০১৬ সালের ২৪ আগস্ট রিশা ও তার বন্ধু মুনতারিফ রহমান রাফি পরীক্ষা শেষে কাকরাইল ওভারব্রিজ পার হওয়ার সময় ওবায়দুল রিশাকে আবারও প্রেমের প্রস্তাব দেয়। রিশা তা প্রত্যাখ্যান করলে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রিশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিশা মারা যায়।
এ ঘটনায় ২৪ আগস্ট রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন ২০১৬ সালের ১৪ নভেম্বর ওবায়দুলকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৭ সালের ১৭ এপ্রিল ঢাকা মহানগর অষ্টম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম আসামি ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ২৬ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ২২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
- নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও
- ভূমিকম্প’র উৎপত্তিস্থল পলাশ এলাকার ফাটলের মাটির নমুনা সংগ্রহ
- ভূমিকম্পের উৎপত্তিস্থলে পিতাপুত্রসহ নিহত ৫, আহত শতাধিক, বিভিন্ন ভবনে ফাটল
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি
- নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন
- চর দীঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধে আহত ১৫
- নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড
- বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর জানা যাবে নরসিংদীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি
- নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও
- ভূমিকম্প’র উৎপত্তিস্থল পলাশ এলাকার ফাটলের মাটির নমুনা সংগ্রহ
- ভূমিকম্পের উৎপত্তিস্থলে পিতাপুত্রসহ নিহত ৫, আহত শতাধিক, বিভিন্ন ভবনে ফাটল
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি
- নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন
- চর দীঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধে আহত ১৫