জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তি চেয়ে রিট

১১ ডিসেম্বর ২০২২, ০৩:২২ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:২০ এএম


জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তি চেয়ে রিট

টাইমস ডেস্ক:
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে এই অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।

আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী এ রিট করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।


আজ রোববার এ আবেদনের ওপর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে তারা সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়।

উল্লেখ্য, ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গত ২ মার্চ প্রজ্ঞাপন জারি করে সরকার।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও