নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল জারি

০৮ মার্চ ২০২২, ০২:২৮ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম


নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে মঙ্গলবার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোঃ রইস উদ্দিনের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এমন রুল জারি করেন। সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিশ্বব্যাপী নারী দিবস পালিত হচ্ছে। তাই এই দিবসে নারীদের প্রতি সম্মান প্রর্দশন করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও