সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: নবনির্বাচিত রাষ্ট্রপতি

১৬ এপ্রিল ২০২৩, ০৬:৩৫ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম


সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: নবনির্বাচিত রাষ্ট্রপতি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন: ছবি সংগৃহিত

টাইমস ডেস্ক:

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

তিনি বলেন, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কাজ করবে নির্বাচন কমিশন। পদ্মা সেতুর কথিত দুর্নীতি নিয়ে দুদক কমিশনার থাকা অবস্থায় নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার লেখা- এগিয়ে যাও বাংলাদেশ- বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও