মাধবদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

০৯ মে ২০১৯, ০৩:১৮ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম


মাধবদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক ॥
রমজান মাস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের নির্দেশনায় বুধবার (৮ মে) বিকেলে নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় বাজারের চাউল, ফল, মুদি, মাংস, মাছ ও কাঁচা বাজাওে অভিযান পরিচালিত হয়।

বাজারের দোকানগুলোতে দ্রব্যমূল্যের তালিকা, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ, ওজন পরিমাপ যন্ত্র, পণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে কয়েকটি দোকানে অনিয়ম পাওয়ায় জরিমানা আদায় করা হয়।


নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান ও আরাফাত মোহাম্মদ নোমানসহ বাজার নিয়ন্ত্রন কর্মকর্তা টি এম মাবুবুল হাসান উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমান আদালত অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ফয়সালের খেজুরের দোকানে ৪ হাজার, আলামিনের চাউলের আড়তে ১ হাজার, সুজিদের মুদি দোকানে ২ হাজার খাজু মিয়ার পেয়াজ রসুনের পাইকারী দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



এই বিভাগের আরও