নারী নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৯ জুন ২০১৯, ০৬:৫২ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩০ এএম


নারী নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর হাজীপুরে গৃহবধু জান্নাতিকে পুড়িয়ে হত্যা ও বীরপুরে কলেজ ছাত্রী ফুলন বর্মণের শরীরে আগুন দেয়াসহ জেলার সব নারী নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক নরসিংদী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন কর হয়।

মানবন্ধনে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নরসিংদী পাবলিক কলেজ, উদয়ন কলেজ, নরসিংদী আইডিয়াল হাইস্কুল, ইমপেরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় বক্তব্য দেন, যুগ্ম আহবায়ক রায়হানা সরকার, জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের সদস্য সচিব মনজিল মিল্লাতসহ আসাদুজ্জামান খোকা প্রমুখ।



এই বিভাগের আরও